অতীত হারিয়ে যায় স্মৃতি জেগে থাকে,
কত স্মৃতি মুছে যায় অতীতের বাঁকে ;
মধুর শৈশব কত হয়ে যায় ধূসরিত ,
কৈশোর তারুণ্য কভু হয়না বিস্মৃত ।
মধুময় স্মৃতিগুলো কুরে কুরে খায় ,
বিষাদের স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায় ;
কিশোর সুলভ স্মৃতি অভিভূত করে ,
সবে আকড়ে ধরতে চায় চিরদিন তরে ।
অতীত ফেরেনা কভু শুধু স্মৃতিময়,
কিছু স্মৃতি জেগে থাকে হয়ে অক্ষয় ;
যেদিন সাথিরা সব ফেলে চলে যায় ,
আবার তাদের কাছে ফিরে পেতে চায়।
* * * * * * * * * *
প্রাক্-বসন্ত আমার আতঙ্কের স্মৃতি !
জাগরিত হলে মনে ফুটে ওঠে ভীতি ;
তবুও সে আসে মনে বারবার ফিরে ,
ফেলে রাখি চাপা দিয়ে নির্জন তীরে ।
গৃহ দাহ করে যবে ঘৃণ্য পাক দল---
সেই স্মৃতি আজো মনে করে জ্বলজ্বল ,
সর্বস্ব হারিয়ে গেল চোখের নিমেষে ,
প্রাণ নিয়ে পলায়ন উদ্বাস্তুর বেশে ।
পিতৃ মাতৃ হারা হয়ে হলে ছায়াহীন ,
অনাথ সর্বস্বহারা হয়েছি সেদিন ।
স্বজন হারানো ব্যথা ভুলতে না পারি,
স্মৃতি শুধু চেপে রেখে দীর্ঘশ্বাস ছাড়ি ।
=========