বিদ‍্যার বোঝা বয়ে চলে যারা,শিক্ষার নেই লেশ--
তাদের জন্য ধ্বংস হচ্ছে সমাজ-সংসার-দেশ  ;
শিক্ষা বিহীন বিদ্বান যারা, তারা বড্ড ভয়ংকর!
অবাঞ্ছিত অন‍্যায়কারীর তারাই হয় অনুচর ।

শিক্ষা নিয়ে সমাজে থেকে ছিনিমিনি খেলে যারা,
মানবতার শত্রু ওরা, নীতিহীন-লাগামছাড়া  ;
স্বেচ্ছাচারের শানিত অস্ত্রে খুন করে মানবতা ,
শিক্ষিত যারা,ওদের ভয়ে পালন করেছে নীরবতা।

শিক্ষায় চেতনা জাগে, মানবিকতায় হয় সমৃদ্ধ ,
তাদের কৃত কর্মের ফলে এ সমাজ হয় ঋদ্ধ  ;
জনারণ‍্যে জন্মে আগাছা,(তবে) চন্দন নাম মাত্র--
তাঁরাই হলেন মহান শিক্ষক,আমরা তাঁদের ছাত্র ।

শিক্ষাবিহীন অমানুষ যারা,বিদ্বান যতই হোক--
সমাজের তারা ক্ষতিকর প্রাণী,মানবতাহীন লোক;
শিক্ষা মানুষকে মানুষ করে, কৃতিবান হন তাঁরা,
মানুষ কখনো হয় না মানুষ, শিক্ষা ও চেতনা ছাড়া।

শিক্ষালয়ের দানবীয় কাজ,র‍্যাগিং যাহাকে বলে,
বিদ্বান বটে! শিক্ষিত তারা? কী করে এসব চলে!
শিক্ষাবিহীন বিদ্বান হলে, তারা হয় অমানুষ,
কর্ম জীবনে এরা হয় চোর, এরাই খায় যে ঘুষ।

                          =========