সমাজ চলছে গড়িয়ে গড়িয়ে সময়ের সাথে সাথে,
সৃষ্টি হয়েছে যে সমাজ-শকট সভ্যতার সুপ্রভাতে ;
রক্ষণশীল সমাজপতিরা প্রতি যুগেই সংখ্যায় বড়,
সংস্করণের বজ্র আঘাতে হেরেছে সেই বৃহত্তর ।
চৈতন্য আর বিদ্যাসাগর, মহা মনীষী রামমোহন--
সংস্কারের দুস্তর বাধা দৃঢ়তার সাথে করে খণ্ডন ;
প্রায়শ্চিত্ত, সতীদাহ প্রথা আর বাল্য বিবাহ রদ,
বিধবাদের পুনর্বিবাহে বাধা দিয়েছে কত 'বদ' !
সমস্ত বাধা উপেক্ষিয়ে সমস্ত রকম প্রতিরোধ--
প্রতিষ্ঠিত হয়েছে সত্য মাঙ্গলিক শুভ বোধ ;
পৌত্তলিকের বিরোধিতা করে হেরেছে রামমোহন,
ব্রাহ্ম সমাজ ব্রাত্য হয়েছে;ধ্রুব সত্যের হয়েছে পতন।
নিরাকার সাকারে চলছে লড়াই, যদিও অকিঞ্চিৎ ;
আশু দরকার এই সংস্কার, সমাজের হবে হিত ।
ঈশ্বর এক অদৃশ্য শক্তি ,সাকার নিছক কল্পনা ;
হয় ধোঁকাবাজি,নয়তো আবেগ,মনের আঁকা আল্পনা।
ঈশ্বর কোনো ব্যক্তি নহেন,শুধু শক্তি সর্বোত্তম,
সর্বস্তরে এ বিশ্বাস এলে, সেটা হবে উত্তম ।
নিত্য দিনের কাজ করে যাই;রোগের চিকিৎসায়--
ডাক্তার দেখাই,ঔষধ খাই, ঈশ্বর সাহস জোগায়।
আস্তিক নাস্তিক যা-ই তুমি হও,কর্ম ক্ষেত্রে এক;
সব সংঘাত প্রশমিত হবে, জাগ্রত হলেই বিবেক।
কর্ম ছাড়া জোটে না রুজি, বিশ্বাস যা-ই থাক ;
আর একটি বার হোক সংস্কার,সমাজ শান্তি পাক।
==========