সুখের মোহে মোহিত হয়ে করেছিনু দিনপাত,
যতই তাকে ধরতে চেয়েছি পেয়েছিনু কশাঘাত ;
মরীচিকা সম হারিয়ে সে গেছে পাইনি কভুও খুঁজে,
কতবার তাকে ধরতে চেয়েছি শত শত বার পূজে।

অতি সন্নিকটে দেখেই তাকে ধরতে গিয়েছি যেই,
গিয়ে দেখি সেথা শুধুই মরু, জলছবি আর নেই ;
সুখ সুখ করে কেঁদেছি যত,দিয়েছে শুধুই ফাঁকি,
ধরতে গেলেই কোথায় যেন উড়ে গেছে সুখ-পাখি।

আলেয়া সম ধাঁধার মতো, অচিরে হারিয়ে যায়,
বুঝেছি,সে মোহে মোহিত হলে ডুবে যাব বেদনায় ;
বুঝতে যখন পেরেছি আমি সুখের স্থায়িত্ব নেই,
তার মোহ ছেড়ে চলেছি এখন শান্তির পথেতেই।

শান্তিও খুঁজে যায় না পাওয়া,মনের মাঝেই লীন,
তাতে নেই কোনো মোহ-মাদকতা,স্থায়িত্ব চিরদিন ;
মনের কোণে লুকানো শান্তি,স্বচ্ছন্দে পুষে রেখে--
সুখ ভুলে গেছি মনের আনন্দে,শান্তির পথে থেকে।

সুখ-পাখিটি মরীচিকা তাই ধরতে চেয়েছে যারা ,
পালিয়ে গিয়ে দিয়েছে সে দাগা,করেছে পাগলপারা ;
মোহজালে তার বন্দী হয়ে কাটে যেন কারাবাস ,
শান্তি মুক্ত মলয় হাওয়া,সে যে শরতের নীলাকাশ ।

                             ==========