রক্তাক্ত শ্রমিক
হরষিত দেবনাথ

তোমরা যারা উপর তলায় থাকো
রক্ত ক্ষরণ দেখতে কি পাও চোখে ?
এক ফোটা কি ঝরে চোখের জল
কভু ওদের মৃত্যু দেখে শোকে ?

তোমরা ভাবো নিচ্ছো শ্রমটা কিনে ,
কত রক্তের দিচ্ছো তুমি দাম ?
কত টাকা দিচ্ছো বিনিময়ে !
জানো , কত রক্ত হচ্ছে ঘাম ?

তোমরা থাকো বহু তলের 'পরে ,
উপর থেকে ওদের ছোট দ‍েখো ;
রক্ত ক্ষরণ দেখতে পাওনা কভু ,
তোমরা শুধু টাকার অঙ্ক ল‍েখো !

যাদের রক্তে গড়ছো টাকার পাহাড় ,
তাদের ঘরে বইছে চোখের জল !
তোমার ঘরে অমৃত ভাণ্ডার ,
ওদের ঘরে শুধুই হলাহল ।

চিকিৎসকের ঘেরাটোপে থাকো ,
ধুকছে ওরা বিনা চিকিৎসায় ;
ওদের হাতে তৈরি তোমার শকট ,
মরছে ওরা তাহারই ধাক্কায় ।

কত শ্রমিক মরছে খনির ধসে ,
চাকায় পিষে মরছে কারখানাতে !
লক্ষ টাকার জীবন বীমা দিয়ে
সান্ত্বনা কি হয় সে বেদনাতে !

তোমরা পাঠাও বিলেত জাপান ,
ওদের শিশু খাটছে বেগার দিয়ে ,
ওদের মগজ নিচ্ছো তোমরা শুষে !
জ্বালা মেটায় ভাটিখানায় পিয়ে ।

ওদের ঘরে নিত্য টানাটানি ,
ধোঁয়া ছাড়ো টেনে দামি চুরুট !
কোটি টাকার মাল বহিয়া ওরা
কয় টাকা পায় ভুখা পেটের মুট !

হোঁচট খেয়ে পড়লে বোঝা নিয়ে
হিসেব কষো কত হলো ক্ষতি ,
থেঁতলে গিয়ে রক্ত ঝরলো পায়ে !
হিসেব কষো তাহার কি এক রতি ?

লক্ষ কোটি দেবতারা ধুকছে সারা দেশে ,
তাদের পুজোর বাজেট করো পেশ ;
ঘুম ভাঙিয়ে বিবেক-মানবতার
ওদের দুঃখ করোহ নিকেশ।

(প্রকাশিত দ্বিতীয় এবং প্রচারিত
             প্রথম কাব‍্যগ্রন্থ
      'বিবর্ণ পাতা'য় প্রকাশিত)

            ====সমাপ্ত====