অন্ধ-গলিতে ছেয়ে গেছে আজ, রাজপথ ম্রিয়মান,
ধূলায় লুণ্ঠিত রাজপথ ,তাই ঝাঁট দিয়ে হয়রান  ;
অন্ধকারের ভয়াল থাবায় প্রাণ করে ত্রাহি ত্রাহি !
ওদের লজ্জা সম্ভ্রম কিছু নাহি ।
কানাগলি থেকে বেরিয়ে এসেছে উন্মুক্ত রাজপথে ;
প্রস্তুতি নাও তাড়িয়ে দিতে দুর্বার শপথে !

ন‍্যায় সঙ্গত প্রাপ‍্য যাদের, বঞ্চিত করে ওরা ;
অন্ধগলি থেকে টেনে আনে সব অন্ধ-খঞ্জ ঘোড়া--
চোরা স্রোতে চলে দেয়া-নেয়া খেলা--
নির্লজ্জের মতো করে সারাবেলা  ;
ক্ষমতার আস্ফালনে (করে) 'ধরাকে সরা জ্ঞান' !
(ওদের) রাত-দিন চলে পকেটের শুধু ধ‍্যান ।

মাতৃ মধু শোষণ করে জমায় নিজের চাকে,
কানাগলি থেকে করিডর পথে অপলকে চেয়ে থাকে ;
সোচ্চার শুধু নয়---
চরম আঘাতে ঘটাতে হবে সমূলে বিপর্যয়!

(ওরা) কান কাটা গেলে পাবে না লজ্জা ,
ওদের গারদে ওদের থাকে আয়েশি-বিলাসী শয‍্যা  ;
ভেঙে দিতে হবে পাপের আরশ!
ন‍্যায়-সত‍্যের পথে নেমেছে যে ধস----
প্রতিরোধ গড়ে ফেরাতে হবে সত‍্যের বাতাবরণ;
সত‍্য, ন‍্যায়ের,আলোর পথে নিতেই হবে শরণ ।

                     ====সমাপ্ত====
"প্রেমের সমাধি" কাব‍্য গ্রন্থে প্রকাশিত । (ঈষৎ
  পরিমার্জিত, শিরোনাম সহ)