প্রথম যেদিন তোমায় দেখেছিনু জানালার ধারে--
তাকাতে দেখেছি সেদিন,সজলিত নয়নের আড়ে ;
কল্পনার তুলিকা দিয়ে এঁকেছিনু যে আলেখ্যখানি- -
সাদৃশ্য মিলিয়ে দেখি হৃদয়ের মুকুর তুলে আনি ।

কল্প-জ্যোতি বিচ্ছুরিত হয়েছিল যে আনন 'পরে ,
প্রতিফলন দেখি তার অর্ধস্ফুট তোমার অধরে ;
মূহুর্তেই ফিরে আসে বাস্তবের সুরক্ষিত
                                                    দীর্ঘ সীমারেখা,
স্মৃতির দেরাজে রেখেছি যতনে,
                                     সেদিনের প্রথম সে দেখা।

নীলখামে ছিলে তুমি,রঙিন কাগজে লেখা কবিতা ,
চেয়েছিনু করি পাঠ- - ,তুমি ছিলে দুর্বোধ্য সংবৃতা ;
কাছে যাব ? না,সে যে হবে অনধিকার,চরম ধৃষ্টতা !
আমাদের মাঝে ছিলো গ্রন্থিহীন অদৃশ‍্য হৃদ্যতা।

কবরী গ্রন্থিত ছিল, সুবিন্যস্ত তব কুন্তল ,
সুস্থির বারিধি সম ছিলে তুমি শান্ত অচঞ্চল ।
একদিন উড়ে এলো অনূদিত কবিতার ভাষা ,
ভাবি, বুঝি---অভিশাপ তুলে নিল,কঠিন দুর্বাসা।

প্রাঞ্জলিত হয়ে গেলো অবোধ্য সেই উদাসীন দৃষ্টি ,
প্রথম দিনের দেখা--সেই নীরবতা,
                                        করেছে ভাষার নব সৃষ্টি ,
সেদিনের 'প্রথম দেখা'
                           রচনা করেছে জীবনের ইতিহাস ,
মেঘ কেটে গিয়ে নির্মল হলো,
                                         আমার শারদ আকাশ।

তারপর চলে--লিপি দেয়া-নেয়া,
                                             তুলতুলে সাদা মেঘ--
দৌত্য করেছে আমাদের মাঝে,
                                        মূল্যায়ন করেছে আবেগ ;
কালবৈশাখী করেছে আঘাত,জানিনা কী ছিল স্বার্থ !
মেঘদূত হলো, কূটিল চক্রী, তোমায় করেছে আর্ত ।

তারপর একদিন.....
মেঘ কেটে গেল............, ফুটে ওঠে নীলাকাশ ,
তারকা খচিত মাধবী রাতের পান করি মধুর নির্যাস।

                     ====সমাপ্ত====