ভাবাবেগে সিক্ত থাকে কবিদের মন ,
আবেগে ভূষিত হয় কাব্য বিরচন ,
মানবিক প্রলেপনে আবেগ মথিত ,
চিত্ত তার সিক্ত থাকে মমত্বে ব্যথিত ।
বিগলিত হৃদয়ের লয়ে কর্ম ভার
লেখনী শানিত করে , না করে বিচার ,
পক্ষপাতহীন হয়ে লেখনী চালিয়ে
শিক্ষার বারতা দেয় পরামর্শ দিয়ে ।

প্রাঞ্জলতা থাক সেই লেখনীর মুখে ,
জটিলতা মুক্ত হোক সুখে কিংবা দুখে ।
আবেগে ভাসিয়ে তরী নিজেই নিজেকে
বিরত রাখে সে সদা দুর্বিনীত থেকে ।
পরের অনিষ্ট চিন্তা ভাবে না সে মন ,
পরহিতে রত থাকে আবেগ ভূষণ ।
   ********************