পরন্ত বিকেল বেলা তুমি আমি দুজনে
মিলিতাম পরস্পরে বারবার পড়ে মনে ,
সে দিনের সোনালি সেই মধুময় ক্ষণগুলি
স্মৃতির পাতায় আঁকা সুচারু রঙের তুলি—
বুলিয়ে রেখেছি আমি অতি সযতনে ,
সঞ্চিত স্মৃতির ডালায় তাই ক্ষণে ক্ষণে
উঁকি দিয়ে যায়
জীবনের বিকেল বেলায় ।
ঘন্টাগুলি চলে যেত নিমেষের মাঝে ,
তবুও কথার ঝুড়ি নতুন করিয়া সাজে
সজ্জিত হতো , পরিপূর্ণ কানায় কানায়
ভেসে ভেসে চলে যেতাম কোন্ অজানায় !
আজ শুধু দীর্ঘশ্বাসে কাটে সেই বেলা ,
মন্থর সময়ের গতি , নেই কথা , নেই কোন খেলা !
ক্রীড়াঙ্গণে প্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে
অদৃশ্য উপস্থিতি তবু বিজয়ের মালা লয়ে
তোমার সকাশে ফিরে লইয়া বিদায়
ফিরিয়া আসিত মন—‘যেতে নাহি চায়’ ।
পাঠ্য বইয়ের পাতায় ছিলে তুমিই শুধু আঁকা ,
মনের কোনের অ্যালবামেও রাখা
ভেসে উঠত শুধুই তোমার ছবি ,
তুমিই শুধু ডাকতে আমায় কবি ।
কবি আমি হইনি আজো তোমায় ছাড়া , তাই---
এই অবেলার বিকেলগুলি কী ভাবে কাটাই !
***********************