মাতৃ রূপেতে আসিয়া তুমি
সাজিয়ে স্নেহের পসরা
শিশুর মত বাঁচিয়ে রাখো
সমাজ-সংসার এ ধরা ।
লালন-পালন মায়া মমতায়
ভরিয়া হৃদয়-ডালি—
শিশুদের এই সুরভি বাগানে
তোমরাই পাকা মালী ।
ভগ্নীর মত হৃদয় খুলিয়া
পরাও রাখীর বন্ধনে ,
ভ্রাতৃ বোধে গড়িয়ে দিচ্ছো
বিশ্ব নিখিল নন্দনে ।
বন্ধুর মত সহায়তা দাও
বিপদে সুবুদ্ধি দিয়ে ,
শিক্ষক সেজে উপদেশ দাও
দায়িত্ব কাঁধে নিয়ে ।
পত্নী রূপেতে আনন্দ দাও
যৌবন মধু লগনে ,
ভরিয়ে দাও তারুণ্যে তুমি
শান্তি সুধায় মগনে ।
প্রৌঢ় বয়সে শাসনের ছলে
জীবনের হও রক্ষক ,
তোমাদেরকে বলিদান করে’
তবুও পুরুষ ভক্ষক ।
বৃদ্ধ হলে বাড়িয়ে দুহাত
হও তুমি সেথা যষ্ঠি ,
লাঞ্ছিতা তবু তোমরা নিয়ত
নও তুমি একা ব্যষ্টি ।
শক্তি রূপিনী হে নারী সমাজ !
গর্জে ওঠো দ্রোহিতায় ,
ধর্ষণকারী-প্রতারকে দাও
শাস্তি নিজের ক্ষমতায় ।
************