সাম্য যতই হোক আকাশ কুসুম কল্পনা !
তবুও তা থাকনা আঁকা মনের কোনের আলপনা ,
সে যদি হয় বাস্তব বাগের না-ফোটা ফুল ,
ভাবনাটা যদি হয়ে যায় কভু ভুল ,
তবুও সে ভুল করে
যুগ যুগান্তর ধরে
মরে যাব বারবার ,
ফিরে এসে সেই স্বপ্ন দেখিব আবার ।
কবি চলে যাবে , পরম্পরায় বাঁচবে শুধু কল্পনা !
যুগ যুগ ধরে চলমান থাকে নিত্য দিনের জল্পনা ,
চাকার মত ঘুরতে ঘুরতে আসবেই সেই সাম্য ,
মহা মানবের যাহা কাম্য ।
কল্পনা যদি ধুকে ধুকে মরে যায় ,
কবিতাও মরে যাবে তার ইশারায় ,
গোটা পৃথিবীতে আসবে নেমে শ্মশানের কালো ছায়া ,
থেমে যাবে জীবনের মায়া ,
থেমে যাবে জীবনের গান ,
পৃথিবী স্তব্ধ হয়ে পাক খাওয়ার হবে অবসান ।
************************