এক পিঁপড়ে অনেক ঘুরে ঘুরে শেষটাতে
খাদ্য খুঁজে পেল অনেক চেষ্টাতে ,
মশা মেরে ফেলেছিনু সামনে ওর ,
কাঠি দিয়ে ধরি চেপে হালকা জোর---
ছিনিয়ে নিতে পারল না তাই ছুটল সে ,
খানিক পরে দলে দলে ভিড় এসে—
ধরল ঘিরে শব দেহটার চার পাশে ,
নেবেই বুঝি ছিনিয়ে তারা এই আশে
টানাটানি জড়াজড়ি করল বটে
হাসি পেল মজা দেখে আঁখি-পটে ,
শেষ অবধি ছেড়ে দিলাম কাঠি তুলে ,
খাদ্য নিয়ে ফিরল সবাই দুঃখ ভুলে ।

পিঁপড়ে খুঁদে বুদ্ধি ওদের ঢের আছে ,
ঐক্য বোধের শিক্ষাটাও দেয় পাছে ।
খাবার নিয়ে কাড়াকাড়ি নেই ওদের ,
আরো একটা শিক্ষা দিল সাম্য বোধের ।
খাবার নিয়ে জড়ো করে এক বাসাতে ,
সমবায়ী নীতি এটা মোর ভাষাতে ।
পাঠশালাতে শিক্ষা ওদের নেই তা ঠিক ,
ওরা মোদের শিক্ষাটাকে দিচ্ছে ধিক্ !
      #############