কে বলে তোমারে বন্ধু বিধর্মী নাস্তিক ?
সত্যের প্রতি নিষ্ঠা থাকিলে তিনিই তো আস্তিক ।
সত্য-বিসর্জনে যদি না হয়ে কুন্ঠিত
সত্য যদি করে কেহ কভুও ভূ-লুন্ঠিত ,
মোর অভিধানে সে-ই বড় অবিশ্বাসী ,
তবুও সবাইকেই সম ভালোবাসি’—
বলিব দোহাই তুমি করো না কো সত্য-অপলাপ !
ধর্মের সোপান এটা , একমাত্র ধাপ ।
আহ্বান করিয়া যাকে করছো পূজন ,
কালক্ষেপে সে দেবতা করি’ বিসর্জন—
ভাসিছ আনন্দ বন্যায় !
কোন্ আস্তিকতা এটা কোন্ ধর্ম হায় !
সত্যের পূজা করো করিয়া ভকতি ,
সে তোমারে যোগাইবে নিয়ত শকতি ,
বর্জন না করে তাকে রাখিবে হৃদয়
তবেই ধর্মের হবে জয় ।
নানা মত-আচরণ , ভিন্ন পথে মতি ,
সত্যকে করিলে পূজা হবে সদ্গতি ।
পথ তো ধর্ম নয় , সত্যই একমাত্র পথ ,
করিলে বর্জন সত্য সেই যাবে অমোঘ বিপথ ।
সে-ই তো বিধর্মী যার সত্য-নিষ্ঠা নেই ,
তিনিই ধার্মিক যিনি সত্য কথাকেই—
মানেন ধর্ম বলে , থাক যেই পথে
এ বিশ্ব জগতে ।
প্রণাম তাঁহার পায় যিনি সত্যনিষ্ঠ ,
যে পথেই থাকুন তিনি যেথায় আবিষ্ট ।
********************