মনটা কেন ছন্দহারা ভাবনাহারা নেই জানা ,
বাধা আছে তাই বলে তো ভাবতে আমার নেই মানা ।
ভাবনাগুলো যায় উবিয়া ,
মনের মাঝে যাই ডুবিয়া ,
খালি হাতে উঠি ভেসে শুধুই থাকে পানা ,
দেখতে পাই না আসল কিছুই হয়ে গেছি কাণা ।
আশে পাশে ছড়িয়ে আছে কত মানিক রতন ,
যাহাই তুলে করছি পরখ লাগছে পুরাতন ,
নতুন কিছুই পাই না খুঁজে ,
ভাবছি অনেক চক্ষু বুজে ,
যাহা আসে সামনে ভেসে হয় না মনের মতন ,
ধৈর্য্যহারা পাগল আমি নেই তো কোন যতন ।
চাই যে দিতে অনেক কিছু , হাত দুখানি ফাঁকা ,
বয়স হয়েছে বাচ্চা তবু নই কিছুতে পাকা ,
কিশলয়ের আসরেও নেই তো আমার ঠাঁই ,
প্রাচীনদের সেকেলেতে সম্মতি মোর নাই ,
দিন কাটে মোর ঘরের কোণে , কী করে যায় থাকা !
ভেবে ভেবে হয়ে গেছে চুলগুলো সব পাকা ।
ছন্নছাড়া আত্মভোলা তাইতো আবোল তাবোল—
যা-ই ভাবি , হয়ে যায় ছাই সবই গন্ডগোল ,
দাও না খুলে জানলাগুলো !
আমি যে হায় পাগলা ভুলো ,
সুদঁর বনে চাইলে যেতে যাই যে আসানসোল !
এই করেই আসবে চলে—‘বলো হরি বোল’ ।
###################