এসেছে বসন্তরাজ গুটি গুটি পায় ,
শীতের কুহেলী মায়া যেতে নাহি চায় ।
তবু চলে যেতে হবে নিসর্গ-নিয়মে ,
ফুলের কলিরা সবে মরিয়া মরমে —
উঁকি দিয়ে চেয়ে দেখে ফাগুন কোথায় ,
কত দূরে আছে সে যে কোন্ কিনারায় !
শুনে তার পদধ্বনি আশ্বস্ত কলিরা ,
নতুন বহর নিয়ে সেজেছে অলিরা ।
দখিনা বাতাস কবে বইবে সুমন্দে !
ভোমর মোহিত আম্র মুকুল-সুগন্ধে ।
প্রতীক্ষা সহে না আর কোরক অধীর ,
শীতের বিদায় বার্তা হাসি অবনির ।
কিশলয় উঁকি দিয়ে মুখ টিপে হাসে ,
ফাগুনের সমাগমে মহানন্দে ভাসে ।
################