আমি একা আগে যদি চলে যাই
তার কোলে মাথা রেখে যেন শান্তিতে ঘুমাতে পাই ।
তোমরা যারা থাকবে আপন লোক
ভুলে যেও মোরে , করিও না সন্তাপ শোক ।

সারা জীবনের নিরলস শ্রমে ক্লান্ত বড়ই সে ,
শান্তির বাতায়নে বসিও তাহারে , নিয়তির বন্ধনে বন্দিনী সে ।
আপনার সুখ আয়েস সব ত্যাগ করে
পরের কল্যাণ-ব্রতে জীবনের শেষ বাজি ধরে—
কাটিয়েছে এ যাবৎ কাল ,
আগলিয়ে রেখো তারে যতদিন থাকিবে বিকাল ।
নিজের দুঃখে কভু হয়না সে বিচলিতা ।
কৈশোর থেকে সে রয়েছে মোর সুনিবিড় পরিচিতা ।
কাজের পাহাড় লঙ্ঘিয়া যায় হাসি মুখে অনায়াসে ।
সব ছেড়ে চলে আসে—
ভালোবেসে মোরে পাগলের মত ,
সহিতে হয়েছে অপবাদ শত ।

তোমরা কভুও তারে করিও না লাঞ্ছনা ।
মনের তন্ত্রীতে সেই মুর্চ্ছনা—
বারবার ধ্বনিত হবে আমি চলে গেলে ,
অমূল্য রত্ন হার আপনাতেই পেলে ,
রেখো তারে অতি যত্ন করে ,
তোমাদের কাছে রইল আমার এই দাবি চিরতরে ।
        ***********************