হৃদয় মন্দিরে থাকে চিন্ময় দেবতা ,
প্রস্তর মন্দিরে যিনি মৃন্ময় পাষাণী ।
মনের শুচিতা আর আকুল প্রার্থনা
প্রকৃত ধর্মই শুধু চর্চা সত্যবাণী ।
‘প্রস্তর মূরতি মাঝে জাগ্রত দেবতা’—
মন্দিরে পূজারী ভাবে সরল বিশ্বাসে ,
ভক্তির মাঝেও থাকে ঘোর অন্ধকার ,
কোথাও ভন্ডামী থাকে অর্থ অভিলাষে ।
আত্মশুদ্ধি ,পবিত্রতা , নির্মল সততা ,
এ ছাড়া সকল কিছু শুধু জলাঞ্জলি ,
এ জীবন পার হতে চাইলে সবার—
সততার যূপকাষ্ঠে দিতে আত্মবলি—
প্রস্তুত হইলে তবে আসিবে প্রশান্তি ,
এ ব্যতীত যত পথ সবই বিভ্রান্তি ।
###############