হে পথিক , যাত্রা তব শুরু থেকে
চরণতলে পেতেছি মোর বুক ,
দীর্ঘ কালের যাত্রা হলে
এর চেয়ে মোর আছে কি আর সুখ !
মসৃণতায় সাবলীল ,
তৈরী থেকো চড়াই পথে যেতে ,
সমতলে হাঁটতে যেমন
ওঠো তুমি সমান তালে মেতে ।
অমসৃণে হাঁটতে গিয়ে
দোহাই মোরে দিও না কো গালি ,
লক্ষ্য পথে এগিয়ে যেয়ো ,
থামলে তুমি বিফল হবে খালি ।
দীর্ঘ যতই হই না আমি
ধৈর্য্য ধরে চলো সাহস নিয়ে ,
ক্ষান্ত হবে সেদিন যখন—
লক্ষ্যস্থলে পৌঁছবে তুমি গিয়ে ।
     ‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡