নীড় হারা পাখিটা যে ভুলে গেছে গান ,
কথা তার থেমে গেছে নেই কলতান ।।
একদিন আছিল সে কত যে মুখর !
খাঁচায় সে বন্দী আজ , হয়েছে নিথর ।
কেউ নেই যার প্রতি করে অভিমান ।।
নীড় হারা পাখিটা যে ভুলে গেছে গান ।।
সবহারা নিঃস্ব তাই ভাঙা মন তার ,
ফুলঝুরি নেই তার মনের ভাষার ।
মনকে আঘাত হানে স্মৃতি অম্লান ।।
নীড় হারা পাখিটা যে ভুলে গেছে গান ।।
আহত মনটা তার ব্যথাতুর আজ ,
এ ভাবে সে কত দিন করিবে বিরাজ !
কান্নাও ভুলেছে মন ভেঙে খান খান ।।
নীড় হারা পাখিটা যে ভুলে গেছে গান ।।
চেয়ে পাওয়ার কথা ভুলে গেছে হায় !
দিন গুনে যায় কবে লহিবে বিদায় ।
আঘাতে আঘাতে মন হয়েছে পাষাণ ।।
নীড় হারা পাখিটা যে ভুলে গেছে গান ।।
#############