চারটে দশক পরে
হঠাৎ নতুন করে
পেলাম তোমায় কি অপরূপ সাজে !
তুমি যেন সেই প্রিয়ে
খুঁজে খুঁজে হাতরিয়ে
শেষে তোমায় পেলাম মধুর লাজে ।
দেখা পেতে সেই মত
খুঁজিয়া মরেছি কত !
হন্যে হয়ে ঘুরিয়াছি সান্নিধ্য পেতে ।
দাঁড়িয়ে রয়েছো তুমি
দূর থেকে খেয়ে চুমি
ছল করে চেয়েছিনু সেই পথে যেতে ।
স্বপন চারিনী হয়ে
স্মৃতি কথা গেছো কয়ে
কত ছাপ রয়ে গেছে মনের পাতায় ,
সেই স্মৃতি বুকে নিয়ে
বিস্মৃতি উসকে দিয়ে
স্বপনে দিলে যে উঁকি খোলা জানালায় ।
লাজুক লতার বেশে
দাঁড়ালে যখনি এসে
তারুণ্যে পূর্ণ হয়ে ভরে গেল মন ।
‘এই , শোন’ —ডাক পেয়ে
চোখ খুলে দেখি চেয়ে
সোনালি সকাল নিয়ে এসেছে তপন ।
###########