বিপ্র যুগের সুপ্রভাতে
রাজদম্ভও স্তব্ধ হয়েছে তাতে ।
প্রতারিত শোষিত হয়েছে যে কত
সাধারণ মানুষ শত শত ,
মনুষ্যত্বের হয়েছে অহরহ অপমান ,
তারপর একদিন বিপ্র যুগ হয়েছে খানখান ।
এল পরাক্রমী রাজশক্তি রাজ-রোষ নিয়ে ,
বিশ্ব জুড়ে শাসিত হত রাজ আজ্ঞায় রাজদন্ড দিয়ে ।
গঙ্গা-পদ্মার জলে ভেসে গেল সেও একদিন ,
নতুন জলের স্রোতে ভেসে এল নবতর দিন ।
বৈশ্য নাম নিয়ে হল যুগের সূচনা ,
এ যুগে টাকার জন্য সব আরাধনা ।
ধর্ম-মোক্ষ-কামনাতে সবে অর্থ চাই ,
অর্থ ছাড়া মানুষের আর যেন প্রার্থনাই নাই ।
বণিকের মানদন্ডে বঞ্চিত মানুষ ,
অর্থ সঞ্চয় ছাড়া সেবা কর্মে নেই কোন হুঁশ ।
খাদ্যে ভেজাল , পথ্যে ভেজাল , ওষুধেও মেশায় ভেজাল ,
অর্থ লাভের নেশায় নানা ভাবে ছড়িয়েছে বঞ্চনার জাল ।
একদিন শেষ হবে দৌরাত্ম্য তাদের ,
সময়ের স্রোতে আসতেই হবে আর একটা নতুন যুগের ।
বিপ্র-ক্ষত্রিয়-বৈশ্য তিন যুগ শেষে
শূদ্র যুগ আসবেই সেবকের বেশে ।
পরস্পর সেবা কর্মে নিয়োজিত র’বে অনুক্ষণ ,
তারপর আসিবে ফিরে যুগ-সন্ধিক্ষণ ।
********************