নিরস-নিষ্প্রাণ বলে কিছু নেই
এ জগৎ বিশ্ব ব্যাপীয়া ,
যা দেখি তা মনে হয় আপেক্ষিক মাত্র ,
কার্য-কারণ সূত্রে বাঁধা ত্রিভুবন ।
নিষ্প্রাণ শস্যেও আছে প্রাণের অস্তিত্ব ,
শুকনো কাঠেও আছে ঘুন নামে ক্ষুদ্র কীট বাস ,
মরা কাঠে জ্বলে ওঠে ভয়াল অনল ,
লৌহ-প্রস্তরে ছোটে স্ফুলিঙ্গের ছটা ।
জঞ্জাল-স্তুপ মাঝে প্রাণের সঞ্চার ,
সিক্ত ছাদেও দেখি মহীলতা-ছানা ,
কি বিচিত্র জন্ম লাভ , এ কোন্ দর্শন !
শুধু দেখি রূপান্তর সারা বিশ্ব চরাচর ।
কোথা থেকে আসে প্রাণ !
মরণান্তে কোথা চলে যায় !
সংযোজন বিয়োজন চলছে ঘটেই ,
নিত্য নতুন সাজে দেখা দেয় সব ।
বিস্ময়ের শিহরণে চমক জাগায়—
দেহান্তে সহস্র দেহ হয় আবির্ভূত ,
এখানেও ঐশী শক্তির অবারিত হাত !
কী উদ্দেশ্য ফলবতী হয় এই কাজে ?
অজস্র প্রশ্ন জাগে সুসুপ্ত এই মনে —
কে দেবে জবাব তার খুঁজিয়া বেড়াই ।
********************