বড়ই বেদনাময়--------
চারিদিকে শুধু মানবিকতার গ্লানি আর পরাজয় ।
আচার সর্বস্ব নিষ্ঠা-ভক্তি চলছে পাল্লা দিয়ে
হৃদয় দেবতা যেখান থেকে যাচ্ছে বিদায় নিয়ে ।
তপ-জপ-পূজা , রোজা ও নামাজ----
ভন্ডামীতে  ছেয়ে গেছে আজ ,
মনুষ্যত্বহীন কালিমা ঘুচিয়ে করিতে গঙ্গাজল
ধর্মোৎসবের মুখোশ পরাতে সদা তারা অবিচল ।
উচ্চগ্রামে ধ্বনিত হচ্ছে সারাদিন সারারাত---
ধর্মের নামে সইতে হচ্ছে অবিরাম অভিঘাত ।
বে-আইনি কাজে কাঁপে না বক্ষ , বিবেক দেয় না বাধা ,
লোক ঠকিয়ে রোজগার করা কালো টাকা করে সাদা ।
জমির সীমানা থেকে ধর্মের সীমা রক্ষা করার তরে
ধর্ম-যাজক ধর্ম-সীমার পতাকা বহন করে ।
ভালো মানুষের মুখোশ পরিয়া কত যে প্রভাস ঢালি
নিঠুর-কসাই মানব সমাজে ভক্তি-জ্ঞানের ডালি—
সাজিয়ে ভুলায় সরল প্রাণের অজস্র কোমল মন ,
ঠকছে দেবতা , ভুগছে মানুষ নিয়ত অনুক্ষণ ।
সত্য-ধর্ম মনুষ্যত্বের পূজার বেদিতে কবে
জ্ঞানের আলোয় ধর্মের সীমা অসীমে মিলিত হবে !
    *****************************