দক্ষিণের ওই জানালাটা খুলে দাও কেউ !
দমবন্ধ পরিবেশ , বড্ড উঠেছি হাঁপিয়ে ।
সদরের দরজাতে তালা বন্ধ আছে ,
খিড়কির দরজাতেও শিকল তোলা ,
আমি এক অবরুদ্ধ অসহায় প্রাণী ।
ঘরের বিশুদ্ধ বাতাস ফুরিয়েছে প্রায় ,
প্রাণ-বায়ু নিবে গেলে বেঁচে যাওয়া যায় !
মৃত প্রায় মন নিয়ে অশেষ যন্ত্রণা ,
মায়ার বন্ধন সে-ও বেদনা জাগায় ,
হিসাব মিলাতে গিয়ে লেখনী বিকল ।
মরণের পরে যদি পুনর্জন্ম লভি’
পাদপ রূপেতে জন্ম হলে পৃথ্বিতলে—
ফল-ফুল-ছায়া দিয়ে পরিতৃপ্ত সুখ —
পাই যদি অনন্তকাল ধরে-----------
মায়াময় জগতের সীমানাটা ছেড়ে—
সহিষ্ণুতা , সেবাধর্ম প্রতিবাদহীন ,
অক্সিজেন দান করি বাঁচাইলে প্রাণ ,
মানব জীবন থেকে সে হবে মহান ।
******************