সাদা-কালোর মহা দ্বন্দ্ব ,
অর্থশাস্ত্র নিয়ে সন্দ ,
দর্শনের তর্ক শুনে সাধারণ মূর্ছা যায় ।
রাজনীতির পুঁতি গন্ধে
একাকার ভালো মন্দে ,
শোরগোলে পাঁক খায় ,কেঁদে মরে কান্নায় ।
‘সব ভালো , যার শেষ ভালো’ ,
ঘোচে যদি একটু কালো ,
কালোর চেয়ে সাদা ভালো একটুও সে হয় ।
রাজনীতির বাড়াবাড়ি ,
কাঁদছে যারা চড়ছে গাড়ি ,
ঝড়ো হাওয়া লাগছে গায় , বাড়াবাড়ি ভালো নয় ।
সারদায় নিঃস্ব যারা
হইয়াছে সর্বহারা ,
তাদের লাগি এত কান্না কতটা মানায় !
গেল গেল রব তুলে
ভাবে যারা যাবে ভুলে
ঘোলা জলে ডুব দিয়ে (ভাবে) স্নাত গঙ্গায় ।
শিকারের লক্ষ্যভেদে
গ্লিসারিন লাগিয়ে কেঁদে
সাধারণে ভুলায় শুধু ভোটের খেলায় ।
সাধারণ দেখুক আগে ,
লাভ নেই আগে ভাগে ,
চেপে যাও ! দেখি ফল শেষ বেলাটায় ।
    *******************