চলে যায় সবে সময়ের স্রোতে-----
স্মৃতিলিপি থেকে হতবাক করে
আরো একটা পাতা ঝরে গেল আজ ।
স্মৃতিময় পাতাগুলি ধূলি ঝেড়ে ঝেড়ে
উল্টে পাল্টে দেখি শেষ পাতাটিও ,
প্রতিটি পাতার ছত্রে ছত্রে—
যার ছবি ভেসে ভেসে ওঠে অকপটে ,
যে মোরে উসকে দিত প্রতিনিয়ত
‘সন্ধ্যা মাধুরী’-র স্মৃতি আলেখ্য ,
সেও আজ চলে গেল !

কত গল্প , কত কথা , কত রসিকতা
শেষ হয়ে গেল নিঃশেষে !
আরো কাছে আসতে চেয়েছিল সে ,
সময়ের পরিহাসে হয়ে ওঠেনি ,
তবু মোরা অনেকটা কাছাকাছি থেকে
ভালোবেসে গিয়েছিনু একে অপরে
স্বর্থময় জগতে নিঃস্বার্থ ভাবে ,
জানি না কীসের টানে , কোন আকর্ষণে !

চলে গেল সে-------
ফিরিবে না আর কোনদিন ।
করিবে না কেউ আর স্মৃতি রোমন্থন ।
একবারও তাকালো না , বলিল না কিছু ,
শুধু এক বিন্দু জল —
দেখা গেল সজল চোখের এক কোণে ।
            **************
কল্যাণী—(২৭/১০/২০১৬ )
  **************************