শ্যামা মা তুই ঘুমিয়ে আছিস !
               চোখ মেলে তুই তাকা এবার !
নিপীড়িত আমরা মা গো ,
               অবোধ যারা এই দুনিয়ার ।।

               টাউটারি আর বাটপাড়িতে ,
               রাজনীতি আর জুয়ারিতে ,
ধাপ্পাবাজদের কবলেতে
               দেখ না চেয়ে কি হাহাকার ।।

               সৎ পথিকদের বাঁচিয়ে রাখার
               করেছিলি যে অঙ্গীকার ,
দুর্জনেরে বিনাশিতে
               সময় কি তোর হয়নি জাগার ।।

সময় যদি না হয় মা তোর
               অকাল বোধন ঘটিয়ে দেখা ,
একটাও রাম নেই কি ধরায় !
               কী করে সে বাঁচবে একা !
               তোর বলে সে হয় বলিয়ান ,
                এ দুঃসময় করিতে ত্রাণ—
(তুই) মঙ্গলদায়িনী হলে
                ওঠ্ জেগে ওঠ্ বিশ্ব মাঝার ।।
                *************