দূষণ মুক্ত দার্জিলং
শরতে শীতের ফুল পাহাড়েতে শোভে ,
শীতের আমেজ পেতে তাই বুঝি লোভে—
পাড়ি দেয় উপভোক্তা পাহাড়ের টানে ,
দেখা দেয় নব রূপ , দোলা দেয় প্রাণে ।
পরিচ্ছন্ন পরিবেশে অবকাশ যাপি —
দূষণ কবল মুক্ত অনন্য থেরাপি ।
পাহাড়ের শিক্ষা নিয়ে সমতলে গিয়ে
সমস্ত দূষণ মুক্ত সমাজ গড়িয়ে
উপহার যদি দেয় পরিব্রাজকেরা
তবেই ভ্রমন হবে সকলের সেরা ।
পরিশ্রম চাবিকাঠি সাফল্য-সোপানে
পাহাড় শাখায় তাও , তাই গুণ গানে—
গেয়ে যাই দৃঢ় কন্ঠে — ‘শোন সমতল ,
পাহাড়ের শিক্ষা নাও বাঁচাও ভূতল ।’
##############