আমার চোখে দার্জিলিং
সর্পিল সড়ক ধরে চলেছি এগিয়ে ,
সমতল ছাড়িয়ে তা অনেকটা দূরে ।
চড়াই পেরিয়ে কত উৎরাই দিয়ে
ডান থেকে বাঁয়ে গিয়ে পুনরায় ঘুরে
দুপাশে সাজিয়ে রাখা চায়ের বাগান
দূর থেকে মনে হয় গালিচা বিছানো
সবুজ বিছানা পাতা নিরজন থান
সুদক্ষ তুলিকারের স্বহস্তে সাজানো ।
পথের দুপাশ ঘিরে বুনো ফুল দিয়ে
চিত্রিত করিয়া রাখা ফুলদানি যেন
হাতছানি দিয়ে বলে ,‘ শোভা যাও পিয়ে ,
পথিক , বসো না হেথা ! পাবে কোথা হেন
সুধাময় নৈসর্গিক ঝরণার ধারা —
পাবে কি কোথাও তুমি মোর বুক ছাড়া ! ’
********************