বাংলার মুকুট দার্জিলিং
বাঙলা মায়ের মুক্তা খচিত এ শোভা
বিরাজে মুকুট মাঝে মনোহর অতি ,
মায়াময় মনোহারী হৃদয়ের প্রতি—
পরতে পরতে ছুঁয়ে করে মনোলোভা ।
অবারিত মেঘমালা মুখ করি’বোবা
ইশারায় গেয়ে যায় সাঁঝের আরতি ।
অনর্গল বয়ে চলে অবিরাম গতি
শ্বেত-শুভ্র আবরণি , ধোয় কোন্ ধোবা !
আনত বদনে দেখি ঝুঁকে নীচে পড়ি’
কখনো সাগর-তীরে মনে হয় আছি ।
ক্ষণে ক্ষণে পলে পলে রূপান্তর করি’
হৃদয় মাঝারে ঢেউ করে নাচানাচি ,
মায়ার দোলনা খেলা রাখিয়াছি ধরি’
স্মৃতির পাতায় রবে যতদিন বাঁচি ।
*****************
ছন্দ—(এ বি বি এ এ বি বি এ সি ডি সি ডি সি ডি )