অব্যক্ত বিজ্ঞানাতীত মহাশক্তি তুমি , তুমিই বিশ্ব-জননী ,
নিঃস্ব কেন লাঞ্ছিত হয় , ফেঁপে ওঠে রোজ ধনী ?
তোমার রাজত্বে কেন অসাম্য , কেন এত ভেদাভেদ ?
তুমি না অনন্ত-প্রেমময়ী মা ! কেন বিচারে তোমার এত ভেদ ?
অন্তর্যামী ! কেন তুমি করো বিপথে লিপ্ত আমাদের ?
হে মহাদাত্রী ! তুমি কি পারো না পরিচয় দিতে সুপথের ?
সুখ নয় , দুখ নয় , দাও শান্তি , বিশ্ব-জননী ভগবতী !
ঝরাও তোমার শুভাশিস ধারা অসীমা দুর্গা দয়াবতী ।
হে করুণা-নিধি ! তব করুণার ধারা বহে চির অনিবার ,
তবু কেন শুনি ক্রন্দনরোল ভুখাদের হাহাকার !
কী করে বিলাসী হর্ম্য প্রাসাদে আয়াসে কাটায় সুখ-নিদে !
বিনিময়ে তারা তোমার সকাশে কত মূল্যের কত কড়ি দে ?
নির্লোভ তুমি , তুমি নির্বিকার , তবু কেন এতটা বিষম ?
ভুখাদের তুমি বিলাও অন্ন , জননী মহোত্তম !
নইলে আছাড় মারিয়া ভাঙিব বিশ্বের সিংহাসন ,
পূজার বদলে করিব আমরা বিক্ষোভ অনশন ।
কাঁপিয়া উঠিবে বিশ্ব-জগৎ , তোমাদের দেবলাক ,
দেখাব মোদের কতটা ক্ষমতা সৃজিয়া স্বর্গলোক ।
****************************