নদীর কান্না হাসি সাগর বোঝে না তো হায় !
তবুও অবুঝ নদী সাগর পানে ছুটে যায় ।।
সাগর চায় না ফিরে ,
ভরা সে অথৈ নীরে ,
নগণ্য নদীকে তরঙ্গ সরিয়ে দেয় অবহেলায় ।।
তবুও অবুঝ নদী সাগর পানে ছুটে যায় ।।
পরিচয় জানে তবু না চেনার ভান করে ,
অহমিকার ছোঁয়া এসে তাকে সে জড়িয়ে ধরে ,
তাই তো সে করে’ হেলা
কাঁদালো সে সারা বেলা ,
ছোট যে সে বড় হয়ে এমনি ছোটকে কাঁদায় ।।
তবুও অবুঝ নদী সাগর পানে ছুটে যায় ।।