স্বপ্ন যদি হয় মধুর
হোক সে মিছে কল্পনা ,
তন্দ্রা ভরে এঁকে যাব
মনের কোনে আলপনা ।।

লাভ অলাভের নেই তো বালাই,
যদি নীল আকাশে ছুটে পালাই ,
নেই তো ক্ষতি হোক না মিছে
মিঠে মধুর জাল বোনা ।।

ভাবতে যাহা মধুর লাগে ,
হৃদয়ে যাতে ছন্দ জাগে ,
জীবনেরি ছন্দে মিশে
ভাববো হয়ে আনমনা ।।
   *************