কোন্ সে যুগে করিলে নিধন
শুম্ভ-নিশুম্ভ-মহিষাসুর ,
কোথায় ঘুমাচ্ছো অসুরদলনী !
জেগে উঠে করো নিধনাসুর ।
সুরথ রাজার গল্প শুনে
কত দিনে আর মিটবে আশ !
ততদিনে এই সাধের ধরার
হয়ে যাবে যে সর্বনাশ !
দেখাও ক্ষমতা , রয়েছে তোমার
যোগ্য-দক্ষ সেনানীদল ,
তবে তো বুঝব তোমার ক্ষমতা,
থাকবে ভক্তি অচঞ্চল ।
আজকের এই অসুরের দল
শুম্ভের চেয়েও শক্তিধর ,
ওদের ছিল তরবারি হাতে
তুমি আছিলে ত্রিশূলধর ।
রাসায়নিক আর পরমাণু নিয়ে
করতে চাইছে আক্রমন ,
তৈরী থেকো তুমি মা দুর্গা !
বাঁচিয়ো যারা সুসজ্জন ।
নতুন গল্প রচনা করে
গড়ে তোলো তুমি নবইতিহাস ,
নতুন চন্ডীর ভাষ্য ধারায়ও
(থাক) সন্ত্রাসীদের সর্বনাশ ।
নির্মূল করো সন্ত্রাসীদের ,
শান্তিময় হোক পৃথ্বিতল ,
ছড়াও তুমি পৃথিবী জুড়িয়া
পবিত্রতার শান্তিজল ।
*****************