নিবে গেল দীপিকাটি এতটুকু ঝড়ে ,
সন্ধ্যার আঙিনাটা কেঁদে কেঁদে মরে ।।

আঁধারে ধুকিয়া মরে ,
বেদনায় আঁখি ঝরে ,
সন্ধ্যার বুক ফেটে নিশ্বাস ঝরে ।।
নিবে গেল দীপিকাটি এতটুকু ঝড়ে ।।

একরাশ আঁধারের ঢেউ ঠেলিয়া
জ্বলেছিল দীপিকাটি দুঃখ নিয়া ।
নিবে গেল ব্যথা নিয়ে
বেদনা ছড়িয়ে দিয়ে
মিশে গেল বেদনার চোরাবালু চরে ।।
সন্ধ্যার আঙিনাটা কেঁদে কেঁদে মরে ।।
        ****************