তারকা জেগেই আছে ,
               পাখিরা নীড়ের কোলে ,
অলিরা নিদ-মহলে ,
               বাতাসে মুকুল দোলে ।।

জোছনার রাত দুপুরে
কে বাজায় করুণ সুরে !
বাঁশরী কেঁদে কেঁদে
               কী কথা যায় যে বলে ।।

নিরজন এই রজনী ,
কোথা মোর প্রাণ সজনী !
গোপনে চপল পায়
               এসো না এসো চলে ।।

বৃথা কি এ রাত যাবে !
হারালে কোথায় পাবে—
জোছনায় ভেজা এ রাত
               হেলাতে ব্যর্থ হলে ।।
                   ########