ঝরে গেল চিরতরে সবে ফোটা কলি ,
কান্নায় ভাসে লতা আঁখি ছলছলি ।।
মিশে গেল ধূলি মাঝে
ব্যথার বাঁশরী বাজে
কেঁদে কেঁদে কচি লতা পড়িয়াছে ঢলি ।।
কান্নায় ভাসে লতা আঁখি ছলছলি ।।
ছিন্ন কলির ব্যথা মরে গুমরিয়া
‘পাতা ঝরা’ বলে তাহা কাঁদিয়া কাঁদিয়া ,
কোথাও পাবে না তাকে
খুঁজিয়াও বাঁকে বাঁকে ,
স্মৃতি মাখা বীথিকাতে রহিবে আগলি ।।
কান্নায় ভাসে লতা আঁখি ছলছলি ।।
**********************
(শিশু কন্যার চিরতরে চলে যাওয়ার স্মৃতি
স্মরণে ১৯৮৩ সালে লেখা এই গীতিকবিতা । )