মনের দরজা রেখেছি খুলে
এসো হে ঘরের ভেতরে ,
পরান প্রতিমা দেউলে এসো
পূজার বেদির উপরে ।।
হৃদয়ের প্রেম দিয়ে অর্ঘ্য-ডালি
সাজিয়ে রেখেছি বসে দীপিকা জ্বালি’
আশার প্রদীপ পাশে জ্বালিয়ে
বসে আছি সাঁঝের তরে ।।
হাসি মাখা সন্ধ্যায় চাঁদের ইশারায়
মন্দির দোরে এসো আলগোছ পায় ,
অভিষেক করে বসাব তোমায়
নির্জন এই অন্তরে ।।
##########