ভালোবাসার ফুলবাগিচায় ঘনিয়েছে সন্ধ্যা ,
উন্মীলিত কলি হাসে রজনীর গন্ধা ।।

নিশা এক প্রজাপতি মাখিছে রেণু ,
বাজিয়া উঠিল সেথা মিলন বেণু ।
(সেই) সুরের বিতানে আসে বাগানে অলোকনন্দা ।।

প্রেমের পরাগে হলো হোলি খেলনা ,
গন্ধার দোল শাখে হলো ঝুলনা ।
পুষ্প বীথির বাসরে হলো মিলনের মহানন্দা ।।

পরাগ মিলনে এলো নতুন জীবন ,
আনন্দ বাসরে ভাসে মধু সে লগন ।
(তাই)মিলন বাসরে জাগে মধুময় ছন্দা ।।
      ################