গানের খাতায় যে গান লিখেছি
                    হয়ে গেছে সবি ভুল ।
মানস সরসী শুকিয়েছে হায়
                    কাঁদিতেছে তার কূল ।।
                    হয়ে গেছে সবি ভুল ।।


স্বরলিপি লিখে আর কী বা হবে !
তৃষিত সাগর জানি মরুই রবে ।
যে দিকে তাকাই মোর আঁখি দিঠি
                    নিরাশায় সংকুল ।।
                    হয়ে গেছে সবি ভুল ।।

ছিন্ন বীণায় সুর নাহি ঝরে ,
কী করে হৃদি-বীণা রাখি ধরে !
কথা সুর স্বরলিপি বিফল সবি
                    এ হৃদয় তাইতো ব্যাকুল ।।
                    হয়ে গেছে সবি ভুল ।।
                         ##########