ও পৃথিবী তুমি বলো না —
ভালোবাসা কোথায় পাবো !
গ্রহান্তরে না তারার দেশে
বলো না আমি কোথায় যাবো ।।
সাত সাগর কি যাব পেরিয়ে ,
তের নদীর ওপাড়ে গিয়ে
ভালোবাসা কি পাবোই সেথায় ,
না কি সেথায় সবি হারাবো ।।
তোমায়ও তো কেউ বাসে না ভালো ,
মনের মণি কোঠা ওদের কালো ,
ভালোবাসা কি হারিয়ে গেল----
তা হলে কোথায় দাঁড়াবো ।।
***************