আত্মভোলা আনমনা জয়দেব খেয়ালী কবি ,
ভক্তির তুলিকায় এঁকেছেন তিনি কৃষ্ণ প্রেমের অনবদ্য ছবি ,
ভাষাচিত্রে এঁকেছেন ‘গীত গোবিন্দ’ অনন্য এক কাব্য—
ভক্তি-রসে দেবভাষায় সুপাঠ্য সুশ্রাব্য ।
কাব্য চর্চার মাঝে এ ভাবেই আচমকা একদিন—
নিজেই হারিয়ে গিয়ে হয়ে যান সাময়িক স্মৃতিহীন ।
“দেহি পদ-পল্লব মুদারম্” লিখে—
আকাশ পাতাল খোঁজেন কোথা পাবে ‘সেই পদটিকে’ !
ভুলে যান স্নানাহার , ভুলে যান পারিবারিক জ্ঞান ,
শয়নে-স্বপনে-জাগরণ মাঝে চলে শুধু কাব্যের ধ্যান ।
সরল বিশ্বাস কিংবা হেয়ালির সুরে—
‘গোবিন্দ নিজেই লেখেন’—এই বিশ্বাস সারা মন জুড়ে ।
‘পদ্মাবতী ভাগ্যবতী’ মনে করে হন আত্মহারা ,
নিজেকে বঞ্চিত ভেবে হয়ে পাগলপারা—
করেন রোদন-বিলাপ ,
ভক্তি রসে জেগে ওঠে অভিমানের অব্যক্ত সন্তাপ ।
আত্মভোলা অনেকেই স্মৃতিভ্রুষ্ট হন মাঝে মাঝে ,
গোচরে আনে না সেটা অনেকেই লোক-ভয়ে লাজে ।
সরল প্রাণের প্রেমিক-কবির ছিল না সেই ভয় ,
ভারতকে তাই করিয়াছেন জয় ।
*******************