এ মন যদি যায় হারিয়ে
তেপান্তরের ওই পাড়ে ,
কেমন করে আনব খুঁজে
হারিয়ে যাওয়া মনটারে ।।
পাখি হয়ে যায় একা সে
(যদি)স্বপ্নমাখা নীল আকাশে ,
কেমন করে রাখব বেঁধে
খাঁচায় পূরে আহা রে ।।
গভীর অকূল নীল সাগরে
পাল তুলে সে পালিয়ে গেলে
কেমন করে আনব তারে
খুঁজে নাহি পাওয়া গেলে ।
ভোমর হয়ে ফুল বাগিচায়
শুধুই যদি উড়ে বেড়ায় ,
ফিরিয়ে বলো আনব আমি
কেমন করে তাহারে ।।
*************