বড় দেরী করে এলে প্রিয়া ।
সন্ধ্যাতারা উঠল জ্বলে
দিনমনি বিদায় দিয়া ।।
ভৈরবী বেজে বেজে ব্যর্থ হলো ,
দুপুরের ঘুঘু ডাকা ক্ষান্ত হলো ,
গোধূলির ধূলিজাল স্তব্ধ হলো ,
তবু তুমি এলে না—
তাই কাঁদে ব্যথাহত বাঁশরিয়া ।।
বড় দেরী করে এলে প্রিয়া ।।
বেলা শেষে এলে তুমি বেদনা নিয়া ,
আঁধারের মাঝে আজ পাড়ি দিয়া ,
এখন কোথা আমি যাই—
বলো গো বলো মরমিয়া ।।
বড় দেরী করে এলে প্রিয়া ।।
****************