নিশীথ রাতের নিঃঝুমতায়
কষ্টি-কালো রাতের গাঢ় অন্ধকারে ,
শ্রাবণের অমা-নিশার কর্দমাক্ত পথে ,
কৃষ্ণা কোন-দশী তিথির রজনীর শেষে
আবছা আলোর মায়াবিনী পথে
কবিতাকে তুমি খুঁজে কি দেখেছো কখনো ?
তুমি কি খুঁজেছো তারে—
গা ছমছম করা ভুতুড়ে বনের
পল্লী-গাঁয়ের গলি পথ ধরে
শ্মশান ঘাটের রাতের আঁধারে
নির্জন দেউলে রাতের গভীরে
উড়ন্ত চামচিকার চিঁহিঁ চিঁহিঁ রবে ?
তীর ঘেঁসা পানসির অলস বিকেলে ,
ভরা ভাদরের প্রান্তর মাঝে—
উন্মুক্ত ডিঙির দখিনা হাওয়ায় ,
গভীর রাতের খেয়া-ঘাট পাড়ে ,
বাঁধানো ঘাটের নির্জনতায়
দেখা তার পেয়েছো কখনো ?
বোশেখের জলের নতুন স্রোতে
হিজলের-বকুলের টুপটাপ ছন্দে ,
উন্মুক্ত প্রান্তরের উত্তর পাড়ে
মলয় সমীরের মায়াবী ছোঁয়ায়
অবসর বিনোদনের মজার আসরে
খুঁজে কি দেখেছো কভু কবিতা প্রিয়াকে ?
খড়ের আঁটির ফোকরে ফোকরে
ধানের গাদার আড়ালে আড়ালে
লুকোচুরি খেলার খিলখিল হাসিতে
কতদিন আমি কবিতার সাথে গল্প জমিয়ে বসেছি !
***********************