প্রজাপতি হয়ে তুমি ধরা পড়িলে ,
ফুলে ফুলে বসে ফাঁকি কত যে দিলে ।।

কত যে ফুলকে তুমি করেছো নিরাশ ,
ফুলের মেটেনি কোন হৃদয়ের আশ ।
(শুধু) নিরাশার নিঃশ্বাস কুড়িয়ে নিলে ।।
ফুলে ফুলে বসে ফাঁকি কত যে দিলে ।।

মধু পান করে যাও প্রেম মানো না ,
প্রেমের রীতি কি তুমি তাও জানোনা ।
প্রেম বলে আছি আমি ফুলের মাঝে ,
আমার সে প্রেম-বাণী ফুলেতে বাজে ।
ভেবে দেখো মনে মনে ভুল করিলে ।
প্রজাপতি হয়ে তুমি ধরা পড়িলে ।।
       *****************