ঢেউগুলি তীরে এসে ভাঙে দুই কূল ,
এ জীবন ভেঙে দেয় ভুল আর ভুল ।।

স্রোত জলে ভেসে যায় ,
কত স্মৃতি বয়ে যায় ,
বয়ে যায় কত কথা করি কুলকুল ।।
ঢেউগুলি তীরে এসে ভাঙে দুই কূল ।।

তীর যেন জীবনের ভাঙা ভাঙা স্মৃতি ,
ভেঙে দিয়ে যায় ঢেউ নেই তার প্রীতি ।
কত সুর শুনে যাই ,
কিছু তার মনে নাই ,
মনে নাই তাই মন হয়েছে আকুল ।।
এ জীবন ভেঙে দেয় ভুল আর ভুল ।।
     ******************