বড় পদ ছোট মাথা খুব বেমানান ,
মাথা-পদে তাল রেখো সমান সমান ।
তালটা বেতাল হলে সমাজে সংসারে—
দেশের বেলাতে হলে দেশ ছারখারে ।
পদ ভারি হলে তাকে গোদ রোগ বলে ,
ওইটা যদিও হয় বেরিবেরি হলে ।
মন্ত্রণা তাইতো চাই পরামর্শকের ,
স্বজন-প্রীতিতে হলে কপালের ফের ।
পদ আছে মানুষের, সরকারী পদ ,
বড় পদে ছোট মাথা করো সবে রদ ।
গোবর গনেশ বলে ছোট মাথা হলে ,
গুরত্ব হারিয়ে যাবে , সব যাবে জলে ।
পদের সাযুজ্যে মাথা নিয়োজিত হোক ,
না হলেই দুখ আসে , আসে ব্যথা-শোক ।
     ************************