নদী-পাড়ের এই বাজারে
বেচা-কেনা সাঙ্গ হলে
খেয়া মাঝির ডাক পড়িলে
(সবার) যাইতে হবে ও পাড়ে ।।
টাকা পয়সার লেনা-দেনা
হাটের শেষে থাকিবে না ,
সওদা পাতি নিয়ে যাবে
থাকবে না কেউ বাজারে ।।
লাভ লোকসান জমা রবে ,
বাড়ি গিয়ে হিসাব হবে ,
যোগ-বিয়োগোর হিসেবেতে
ভুল তো হইবে না রে ।।
*************