ভগবান-আল্লা-গডের চলছে লড়াই ,
উদ্দেশ্য তাদের কি শুধু বিধ্বংস করাই—
আমাদের সাধের এই গোটা পৃথিবীটা ?
পাল্টানো যাবে কি কভু তাদের এই নগ্ন ছবিটা ?
ক্ষমতার শীর্ষে আসীন যুগ যুগ ধরে —
যারা ছিল , যারা আছে বিত্তের পাহাড় গড়ে ,
তারাই আল্লা সেজে শাসনের শীর্ষে থেকে
দুনিয়ার সবাইকে চায় পদানত রেখে
ধর্ম আর কর্মের কেন্দ্র বিন্দু হয়ে
ক্ষমতার উচ্চে থেকে রেখে দিতে চায় সব ভয়ে ,
শপথ বাক্য পাঠে তাই তো তারা
হয়ে আত্মহারা
ঈশ্বর-আল্লার মাঝে টানিয়াছে ছেদ ,
আবার দেখাতে চায় দ্বিজাতি তত্ত্বের সেই ভেদ ।
দেশকে ভেঙেছে তারা , ভাঙিয়াছে জাতি ,
টানিয়া এনেছে দিনের বেলাতে অন্ধকার কালো রাতি ।
কবে , কোন্ কালে বন্ধ হবে এ লড়াই ,
না কি যুগ যুগ ধরে চলতে থাকবে তাদের এমন বড়াই !

উদার শিক্ষা চাই পৃথিবীর সকলের মনে ,
তবে এ লড়াই বিকল্প নাই বন্ধ করিতে এই ক্ষণে ।
*********************************